Copyright 2018 - Custom text here

মেছতা

User Rating: 0 / 5

Star InactiveStar InactiveStar InactiveStar InactiveStar Inactive
 

 

মানুষের ( বিশেষভাবে মেয়েদের)  মুখ  ও  গালের ওপর যে কালচে দাগ পড়ে, তাকে  মেছতা

 ( ইংরেজি নাম  Melasma) বলে।  মাঝে মাঝে মুখ ছাড়াও চোয়াল, চিবুক এমনকি  বাহুর

উপরিভাগেও মেছতার কালো দাগ  পড়তে পারে। মেছতার এই দাগ স্বাভাবিক সৌন্দর্যকে

ব্যাহত করে এবং এর জন্য অনেকে নানা ধরনের  চিকিৎসা ব্যবহার করে থাকেন ।

 

কিন্তু এর চিকিৎসা আছে, তাই দুশ্চিন্তার কিছু নেই।

কারণসমূহ

* গর্ভধারণ করার পর হরমোনের প্রভাবে কারো কারো মুখে মেছতা পড়ে  পারে।

* বংশগতির প্রভাব, অতিরিক্ত সূর্যালোক, জন্মনিয়ন্ত্রণ বড়ি এর ঝুঁকি বাড়িয়ে দেয়।

 * হরমোনের সমস্যা, যেমন থাইরয়েড বা ডিম্বাশয়ের বিভিন্ন রোগে  মেছতা হতে পারে।

 *মেলানিন নামের রঞ্জক পদার্থ ( যা ত্বকের কালো রঙ্গের জন্য দায়ী।  এতে সেই পদার্থের

   পরিমাণ বেড়ে যায়।

প্রতিকার
গর্ভধারণকালে যে মেছতা পড়ে, তা সন্তান জন্মের পর ধীরে ধীরে কমে যায়। রোদে বা

বাইরে বের হলে উচ্চ এসপিএফযুক্ত সানব্লক ব্যবহার করুন। প্রচণ্ড রোদে ছাতা

ব্যবহার করুন।

চিকিৎসা :

  মেছতার  চিকিৎসা আছে, তাই দুশ্চিন্তার কিছু নেই।

* হরমোনের সমস্যা সনাক্ত করে চিকিৎসা নিন ।

* হাইড্রোকুইনোন  সমৃদ্ধ ব্লিচিং ও ভিটামিন এ যুক্ত ক্রিম ব্যবহার করলে উপকার পাওয়া যায় । 

* এ ছাড়া  মেথিমাজোল, এজেলিক অ্যাসিড, স্টেরয়েড , ফ্লুসিনোলোন এসিটোনাইড ইত্যাদি ক্রিমও  ব্যবহার করা  হয়।

তবে সকল ব্যবহারকারীকে মনে রাখতে হবে  এগুলো প্রসাধন ক্রিম নয়, এগুলো ওষুধ।

তাই  ব্যবহারের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

*কখনো কখনো  লেজার  চিকিৎসাও দেওয়া হয়।

f t g m

প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী : ডা: মো: হেলাল উদ্দিন

ব্যবহারের শর্তাবলী                                               গোপনীয়তার নীতি