Copyright 2018 - Custom text here

ইবনে সিনা

User Rating: 0 / 5

Star InactiveStar InactiveStar InactiveStar InactiveStar Inactive
 

ইবনে সিনা একজন সুবিখ্যাত চিকিৎসা বিজ্ঞাানী। এছাড়াও তিনি একাধারে একজন জোতির্বিদ, দার্শনিক

ভূগোলবিদ ও গণিতজ্ঞ হিসেবে খ্যাত। 

জন্ম ও প্রাথমিক জীবন : 

ইবনে সিনা  বৃহত্তর খোরাসানের   (বর্তমান উজবেকিস্তান) অন্তর্গত খার্মাতায়েন জেলার আফসানা নামক স্থানে  ( বুখারা নামক স্হানের নিকটে )

৯৮০ খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন। আরবি পঞ্জিকা অনুসারে সালটি ছিল ৩৭০ হিজরি ।  তার পিতার নাম আবদুল্লাহ এবং মাতার নাম সিতারা।

তাঁর মাতৃভাষা ফারসি হলেও তিনি জ্ঞান প্রকাশের মাধ্যম হিসেবে আরবিকেই গ্রহণ করেছিলেন । 

চিকিৎসা বিজ্ঞানে অবদান : 

ইবনে সিনা রচিত চিকিৎসা বিজ্ঞানের অমূল্য গ্রন্হখানির নাম " আল কানন ফিত তীব" যা সাত শত বছর ধরে প্রাচ্য ও

পাশ্চাত্যের বিভিন্ন মেডিকেল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান পাঠ্য - পুস্তক হিসেবে পঠিত হত। এজন্য এ গ্রন্হটিকে চিকিৎসা

বিজ্ঞানের  বাইবেল বলা হয় । এ গ্রন্হটি পৃথিবীর প্রায় সকল প্রধান ভাষা সমূহে অনুদিত হয়েছে । অস্টাদশ শতাব্দী পর্যন্ত এ

গ্রন্হখানি টেক্স  বই  হিসেবে    মেডিকেল প্রতিষ্ঠানসমূহে  পড়ানো হত । তবে ইউনানী চিকিৎসা শাস্ত্রে আজো

এ গ্রন্হখানি পড়ানো হয়।     

f t g m

প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী : ডা: মো: হেলাল উদ্দিন

ব্যবহারের শর্তাবলী                                               গোপনীয়তার নীতি